দুঃস্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট-ভিজিডি) কর্মসূচির আওতায় ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ চক্রের ভিজিডি উপকারভোগী বাছাই/নির্বাচনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০১৯-২০২০ চক্রের ভিজিডি উপকারভোগী হওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমুহ পূরণ সাপেক্ষে ভিজিডির ওয়েব বেইজড্ সফটওয়্যারে www.dwavgd.gov.bd ওয়েব সাইট গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সহযোগিতায় অনলাইনে করা যাবে। এছাড়া ভিজিডি পাওয়ার আগ্রহী মহিলা যে কোন স্থান হতে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম (ছক-১) ইউনিয়ন ভিজিডি কমিটিতে জমা দিবে।
অর্ন্তভূক্তির শর্তাবলী:
অগ্রাধিকার শর্তাবলী:
অন্তর্ভুক্তির অযোগ্যতা:
# বয়স ২০ বছরের নিচে এবং ৫০ বছরের উপরে
# সরকারের অন্য কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচি/প্রকল্পের উপকারভোগী।
# (২০১৫-২০১৬ এবং ২০১৭-২০১৮) চক্রে ভিজিডি কার্ডধারী ছিলেন।
অন্যান্য শর্তাবলী:
# একটি পরিবার কেবলমাত্র একটি ভিজিডি কার্ড পাবে।
# নির্বাচিত মহিলাগণ বিনা শর্তে এবং বিনা মূল্যে ভিজিডি কার্ড পাবেন।
ভিজিডি সংক্রান্ত তথ্য বিস্তারিত “পরিপত্র” পড়ার জন্য http://mohonpur.rajshahi.gov.bd সাইটে নোটিশবোর্ড দেখুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস